header ads

শিশু দিবস | Bengali poem by Purabi Dey


শিশু দিবস

--------------------------------- 

শিশু দিবস ,

এ নয় পথশিশুদের উৎসব,

এ যে চাচা নেহেরুর জন্মদিন,

কত রং বাহারি পোশাকের প্রতিযোগিতা,

কতই না খেলাধুলো আর গান,

নানা রকম সুস্বাদু খাবার ,

আরও কত কি মজা ,

এ যে স্কুল পড়ুয়া শিশুদের আনন্দের উৎসব ।

 

 

এ নয় পথশিশুদের উৎসব ,

এ নয় আবর্জনার স্তুপে জন্ম হওয়া শিশুর অধিকার ,

এ যে নয় রাস্তায় পড়ে থাকা অপুষ্টির শিকার শিশুটির দুধ, 

ফল খাওয়ার দিন,

এ তো নয় দরিদ্র পরিবারের শ্রমিক শিশুর আরামের দিন,

এ যে স্কুল পড়ুয়া শিশুদের খুশির উৎসব ।

 

 

এ নয় পথশিশুদের উৎসব,

এ যে নয় স্টেশনের কোণে ক্রন্দনরত শিশুর খুশির দিন,

এ নয় কচি আঙুলে যন্ত্র ধরা শিশুটির কলম ধরার দিন,

এ তো নয় ভিখারি পঙ্গু শিশুটির একবেলা ভরপেট খাবারের দিন,

এ যে স্কুল পড়ুয়া শিশুদের মজার উৎসব।


এ নয় পথশিশুদের উৎসব,

এ নয় ট্রাফিক  সিগন্যালে গাড়ী মোছা শিশুটির বিনা 

কাজে উপার্জনের দিন,

এ নয় ট্রেনে ঝাড়ু দেওয়া শিশুটির স্বচ্ছ পোশাক পরিধানের দিন,

এ তো নয় পথে পড়ে থাকা অনাথ শিশুটির কারও 

গৃহে ঠাঁই পাওয়ার সৌভাগ্যের দিন,

এ যে  স্কুল পড়ুয়া শিশুদের নেহেরু চাচার 

জন্মদিন উদযাপনের উৎসব ।।

 

***********************


 পূরবী দে ।

 সহকারী শিক্ষয়িত্ৰী ।

ভাল্লা প্রাথমিক বিদ্যালয় 

শিক্ষা খণ্ড :  রাণী ।

Post a Comment

0 Comments