header ads

ভারতবর্ষের ভোগালী বিহু । Bengali Poem by Purabi Dey

 ভারতবর্ষের ভোগালী বিহু


ঢোল, পেপা, বাঁশী, গগনায় বাজে

সুমধুর সুর,

মাঠে, বনে, ধানের ক্ষেতে

যায় বহুদূর।


'বিহু এসেছে, বিহু লেগেছে'

এই রবে  আকাশ, বাতাস মুখরিত ,

মেজি জ্বালানো, নাড়ু, পিঠে

ভোগালীর আয়োজন আরো কী যে কত।


অসমের ভোগালী বিহু, পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি ,

বিহার, উত্তরপ্রদেশে নাম খিচ্ড়ী,

কর্নাটক, উড়িষ্যায় মকর সংক্রান্তি ,

তামিলনাড়ুতে পোঙ্গল , পাঞ্জাবে লোহরী ।


উত্তরায়ণ নামে পরিচিত

গুজরাট ও রাজস্থানে,

মেজি জ্বালানো, ঘুড়ি ওড়ানো প্রথায়

পবিত্র হয় সকলে গঙ্গাস্নানে।


নতুন চালের পিঠেপুলি তথা তিলের নাড়ুর

অপূর্ব সুগন্ধ,

ভারতের কোণে কোণে দেখা যায়

এই উৎসবের রঙ্গ।

পূরবী দে

লেখকের ঠিকানা:

পূরবী দে

সহকারী শিক্ষয়িত্ৰী, 

ভাল্লা প্রাথমিক বিদ্যালয় ।

শিক্ষাখন্ড - রাণী, কামরূপ ।

Post a Comment

0 Comments