সবুজ পৃথিবী গড়ি
চলো গড়ে তুলি এক পৃথিবী এমন,
নতুনের মত নয়, আগে ছিল যেমন।
যেখানে ছিল না কোনো আধুনিকতার ছোঁয়া,
ছিল সূর্যের আলো আর সবুজের ছায়া।
যেখানে ছিল না কোনো বিরাট দালান,
ছিল মাটির ঘর, মানুষের শান্তির বাসস্থান।
ছিল না কোনো কংক্রিট রোড,
ছিল শুধু মাটির আলিপথ।
জীবনটা যেখানে ছিল বড়ই সরল,
হৃদয়েও ছিল না কোনো গরল।
কিন্তু পাল্টে গেল সব তখনই,
আধুনিকতার পরশ লাগল যখনই।
পৃথিবীতে এল নেমে ভীড়ের ধ্বস,
ছোটো হয়ে উঠছে যেন হাজার ক্রোশ।
সবুজের ধ্বংস যখন হল শুরু,
ধরার বুক হয়ে উঠল মরু।
ঝলসে উঠছে ধরা সূর্যের প্রখর তাপে,
মানুষ পড়েছে তারই প্রলয়ের কোপে।
চারিদিকে যায় দেখা শুধুই হাহাকার,
ফিরে কি পাব আগের পৃথিবী আবার?
হ্যাঁ, পেতে পারি ফিরে সেই পৃথিবী,
চেষ্টায় হতে পারে সুন্দর সবই।
গড়ে তুলতে পারি সেই পৃথিবী তখনই,
'পরিবেশ দিবস' যদি পালিত হয় প্রতিদিনই।
সহঃ শিক্ষয়িত্ৰী
আমিনগাঁও বেঙ্গলী প্রাথমিক বিদ্যালয়
শিক্ষাখন্ড - কররা
0 Comments