header ads

ড° সর্বপল্লী রাধাকৃষ্ণন | by Jeet Adhikari

ড° সর্বপল্লী রাধাকৃষ্ণন

ড° সর্বপল্লী রাধাকৃষ্ণন
(১৮৮৮ – ১৯৭৫) 

১৮৮৮ সালের ৫ ই সেপ্টেম্বর তৎকালীন মাদ্রাস প্রেসিডেন্সির পুলিয়ানগুড়ি নামক স্থানে এক তেলেগুভাষী ব্রাহ্মণপরিবারে এক অসাধারণ মেধাবী বালক জন্মগ্রহণ করেছিলেন। সর্বপল্লী বীরস্বামী এবং সর্বপল্লী সীতা (সীতাম্মা) র এই সন্তান ছিলেন খুবই বুদ্ধিমান। তিনি শিক্ষা জীবনে অনেক বৃত্তি লাভ করেছিলেন । বড় হয়ে তিনি একজন দার্শনিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং লেখক হিসাবে পরিচিতি লাভ করেন।  তিনি দর্শনতত্বের একজন মস্ত বড় পন্ডিত ছিলেন। তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তীকালে দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই মহান ব্যক্তি হলেন ড° সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাঁর জন্ম দিনটিকেই আমরা ভারতবাসীরা প্রতি বছর 'শিক্ষক দিবস' হিসেবে উদযাপন করি।                                                                                  ( সংগৃহীত)
নাম : জিত অধিকারী। 
শ্রেণি : চতুর্থ। 
আমিনগাঁও বেঙ্গলী প্রাথমিক বিদ্যালয়। 
ব্লক : কররা।