করোনা ভাইরাস
আজ করোনা ভাইরাস মহামারী রূপে বিশ্বে এক কালরূপ ধারণ করেছে। চীন দেশের থেকে এই মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।এরজন্য সমগ্ৰ দেশের মানুষ ঘরে আবদ্ধ হয়ে অর্থসংকটে পড়ে বিভিন্ন ধরনের দুর্দশার সম্মুখীন হচ্ছে। করোনা আমাদের শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করেছে। লকডাউনের জন্য সাধারণ দিন মজুরি করা শ্রমিকদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই মহামারী থেকে মানুষকে বাঁচাতে সরকার, পুলিশকর্মী, ডাক্তার, নার্স এবং সমাজের সচেতন নাগরিকেরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধারণ নাগরিক হিসেবে আমরাও যদি কিছু উপায়, যেমন – সামাজিক দূরত্ব বজায় রাখা, ২০ সেকেন্ড পর্যন্ত সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরিধান করা ইত্যাদি অবলম্বন করি, তাহলে এই মহামারী ভাইরাস থেকে আমরা নিজেদের বাঁচাতে সফল হ'ব।
****************************
****************************
নাম : সিন্টু পাল।
শ্রেণি : চতুর্থ।
আমিনগাঁও বেঙ্গলী প্রাথমিক বিদ্যালয়।
ব্লক : কররা।