header ads

বিরামচিহ্ন | An Bengali Poem by Dipannita Sengupta

বিরামচিহ্ন


অদ্ভুত এক বিরামচিহ্ন যেন
ভেঙেছে মানবশৃঙ্খল আজ।
মুখোশের আড়ালে মুখ,
লুকিয়েছে অহংকার।

অদ্ভুত এক বিরামচিহ্ন আজ
ভুলিয়েছে স্বজন,
বদ্ধ কোটরে প্রাণপাখি করে ছটফট। 
সৃষ্টি সভ্যতার আজ বিশ্রাম।

জীবশ্রেষ্ঠের যে অহমিকা ছিল বুকে,
বিশ্বজয়ের উল্লাস,
মারণব্যাধি কেড়ে নিল সব,
এঁকে দিল অনন্ত ব্যবধান।


দীপান্বিতা সেনগুপ্ত
সহকারী শিক্ষয়িত্ৰী
আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষাখন্ড- কররা