header ads

ধাঁধা | Riddles Collected by Manojit Nath

 ধাঁধা


১) এক থালা সুপারি, 

     না গুনিতে পারি।


    উত্তর - তারা 


২) আঁধার ঘরে বাঁদর নাচে, 

    না না করলে আরও নাচে।


    উত্তর - জিহ্বা


৩) জলে জন্ম, স্থলে বাস, 

     জলে গেলেই সর্বনাশ। 


    উত্তর - লবণ


৪) গাছ নয়, পাতা আছে, 

     মুখ নয় , বাক্য আছে।


     উত্তর - বই


৫) ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য,

    কী সেই ফল, চট করে বল।


উত্তর-বেল


(সংগৃহীত)

মনোজিৎ নাথ

শ্রেনি - তৃতীয়

আমিনগাঁও বেঙ্গলী প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাখন্ড - কররা

Post a Comment

0 Comments