header ads

মৌলানা আবুল কালাম আজাদ | Article by Rajdip Paul


মৌলানা আবুল কালাম আজাদ  Article by Rajdip Paul


মৌলানা আবুল কালাম আজাদ

স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ ১৮৮৮ সালে মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন কবি, লেখক, সাংবাদিক এবং রাজনীতিবিদ ছিলেন। গান্ধিজির আদর্শে অনুপ্রাণিত এই ব্যক্তি খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তিনি সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী ছিলেন। মৌলানা আজাদ ভারতীয় শিক্ষাব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। শিক্ষাক্ষেত্রে  উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁর জন্মদিন ১১ নভেম্বর ভারতে 'জাতীয় শিক্ষা দিবস' হিসেবে পালন করা হয়। ১৯৯২ সালে তাঁকে মরণোত্তর 'ভারতরত্ন' সম্মানে ভূষিত করা হয়। 

********************************


(সংগৃহীত) 


রাজদীপ পাল

পঞ্চম শ্রেণি

আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয় 

শিক্ষাখন্ড - কররা


অলংকৰণ :- তন্দ্রা দে

Post a Comment

0 Comments