header ads

শিশু | Bengali poem by Dipannita Sengupta

শিশু  Bengali poem by Dipannita Sengupta

শিশু 

শিশু তোমরা গর্ব মোদের,

জড়িয়ে রাখো সূক্ষ্ম বন্ধনে।

তোমরা রামধনুর সাতটি রং,

ছড়িয়ে‌ দাও তাই রঙের বাহার।

শিশু তোমরা বিবর্তনের কাণ্ডারী,

চোখে তোমাদের বিশ্বজয়ের স্বপ্ন।

 

‌       শিশু তোমরা গর্ব মোদের

তোমরাই দৃঢ় ভবিষ্যৎ।

‌    তোমরা বিশ্বের নতুন অতিথি,

তোমরাই আঁধারে আলোর দিশারী।

শিশু তোমরা আশার উৎস,

প্রস্ফুটিত হও বিশ্বব্যাপী।

 

 ************************দীপান্বিতা সেনগুপ্ত

সহকারী শিক্ষয়িত্ৰী 

আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাখন্ড- কররা।

Post a Comment

0 Comments