শরতের আগমন
ঘাসে যে শিশির পড়েছে।
শিউলি ভরা গাছে আজ,
শরতের গন্ধ লেগেছে।
বাতাসে দুলছে শুভ্র কাশবন,
মেঘের থোকা সাজিয়েছে স্নিগ্ধ নীল
গগন।
ভুবন মেতেছে উল্লাসের গানে,
প্রাণ ভরেছে সুরে শরতের আগমনে।
দেবী দুর্গা আসবে ধরায়,
সকল বিপদ কাটবে মার আশিসের ছোঁয়ায়।
পূজো নাইবা হলো এবার জমজমাটি,
দুঃখ ভুলে কাটবে খুশিতেও দিনকটি।
পিংকি সাহা
সহকারী শিক্ষয়িত্ৰী
আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক
বিদ্যালয়
শিক্ষাখন্ড - কররা
0 Comments