header ads

স্বাধীন ভারতে গণতন্ত্রের সূচনা | Bengali poem by Purabi Dey

স্বাধীন ভারতে গণতন্ত্রের সূচনা  


পরাধীনতার শিকল ভেঙে চুরমার, 

আর নিষ্ঠুর , বর্বর  ব্রিটিশের বিদায়। 

সমগ্র দেশ জুড়ে আনন্দের ধ্বনি বাজলো, 

সকলের মুখে স্বাধীনতার হাসি ফুটলো। 

রাজতান্ত্রিক স্বৈরাচারী শাসনের অন্ত হলো,

গণতান্ত্রিক সরকারের প্রয়োজন বোধ হলো।

 

 নতুন সংবিধান রচনার দায়িত্বে এলেন

ড° ভীমরাও রামজী আম্বেদকর। 

২ বছর ১১ মাস পর সংবিধান কার্যকরী হলো।

বিশ্বের সর্ববৃহৎ সংবিধান লিখিত হলো,

২৬ জানুয়ারি গণতন্ত্র দিবস রূপে পালিত হলো।

 

জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার পেলো,

জনমত দ্বারা সরকার পরিচালিত হওয়ার ব্যবস্থা হলো।

''জনগণের দ্বারা গঠিত ,জনগণের জন্য, জনগণের সরকার 

''এর জন্ম হলো,জাতীয় পতাকা উত্তোলন ও 

'বন্দে মাতরম' ধ্বনিতে স্বাধীন ভারতে গণতন্ত্রের সূচনা হলো ।।

 

  **** ****  ****

 

পূরবী দে 

সহকারী শিক্ষয়িত্ৰী 

ভাল্লা প্রাথমিক বিদ্যালয় 

শিক্ষাখন্ড - রানী


অলংকৰণ :- তন্দ্রা দে


Post a Comment

0 Comments