আমি নারী
লাবণ্য ও সৌন্দর্যে
অলঙ্কৃতা ,
অঙ্গনা , রমণী ,
কান্তা নামে ভূষিতা,
ধৈর্য ও সহ্যের প্রতীক তথা
বীরত্বের মূর্তি,
আমি নারী ।
'ভাইয়ের কপালে দিলাম
ফোঁটা,
যম দুয়ারে পড়লো কাঁটা ।'
-
এই মন্ত্র উচ্চারণের সাহস
আছে বলেই
আমি নারী ।
'পিতা স্বর্গ , পিতা ধর্ম
, পিতা হি পরমং তপ।
পিতরি প্রীতিমাপন্নে
প্রিয়ন্তে সর্বদেবতা।।' --
পিতাকে ঈশ্বরের উপরে
স্থান দেওয়ার চিত্ত আছে বলেই
আমি নারী ।
দূর অজানার কল্পলোকের ওপারের অন্ধকার থেকে
পৃথিবীতে এনে নতুন প্রজন্মকে সূর্যের আলো দেখানোর
ক্ষমতা আছে বলেই
আমি নারী ।
বাৎসল্য রস উজাড় করে দিয়ে স্নেহ মমতায়
সন্তান মানুষ করার দায়িত্ব নিতে পারি বলেই
আমি নারী ।
'জননী জন্মভূমিশ্চ
স্বর্গাদপি গরীয়সী' --
শোনার অধিকার আছে বলেই
আমি নারী ।
বিধাতার অপরূপ
সৃষ্টি
আমি নারী।
এ আমার গর্ব, এ আমার
অহংকার ,
আমি নারী, আমি নারী, আমি
নারী ।।
***********************************
পূরবী দে ।
সহকারী শিক্ষয়িত্ৰী
ভাল্লা প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষাখন্ড : রানী ।
অলংকৰণ :- পল্লবী পাঠক
0 Comments