header ads

কবি প্রণাম | Bengali Poem by Purabi Dey

কবি প্রণাম

      


প্রণমি তোমায়

হে বিশ্বকবি,

১৮৬১ সালের ৭মে ভূমিষ্ঠ হয়ে

নাম পেলে তুমি রবি ।

 

কোলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি

তোমার লীলাভূমি,

মাতা সারদা দেবী ও পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গৃহ

আলোকিত করলে  রবীন্দ্রনাথ  তুমি ।

 

স্কুলের গণ্ডীবদ্ধ জীবনে

অনিচ্ছা প্রকাশ তোমার,

প্রকৃতির কোলে বসে গৃহশিক্ষকের দ্বারা

শিক্ষা শুরু তোমার।

 

মাত্র আট বছর বয়সে

প্রথম কবিতা লেখা শুরু তোমার,

সম্পূর্ণ জীবনব্যাপী  সকলকে

সাহিত্যের বিশাল সমুদ্র দিলে উপহার ।

 

তোমার ঝুলির থেকে পেলাম  মোরা কত উপহার,

কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোটগল্প তথা

প্রবন্ধ, নাটক, গান রচনা করে,

সমৃদ্ধ করলে  তুমি সাহিত্যের সম্ভার ।

 

গীতাঞ্জলি কাব্যের রচনা তথা তার ইংরেজি অনুবাদ 

Song Offerings সৃষ্টি করে

তুমি পেলে নোবেল পুরস্কার,

ভারতবাসীর জন্য  তুমি তাই

গর্ব ও অহংকার ।

 

বাংলা ছোটগল্পের জনক তুমি

সংকলনের নাম গল্পগুচ্ছ ,

কাব্য তোমার গ্রথিত হয়েছে

সঞ্চয়িতার  পাতায় স্বচ্ছ ।

 

গীতবিতানের বুকে

অজস্র তোমার গান,

সুখ , দুঃখ, আবেগের সাথী মোদের

তোমার এই দান ।

 

বিভিন্ন ভাষায় পারদর্শী তুমি

টি.এস.এলিয়টের কবিতার বাংলা অনুবাদক,

ভানুসিংহ ঠাকুরের পদাবলী

ব্রজবুলি ভাষায় লিখিত তোমার কাব্য।

 

প্রবল স্বদেশপ্রেম দেখি

জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে

নাইট উপাধির ত্যাগে,

'তাসের দেশ' নাটকটি তুমি উৎসর্গ করেছো

নেতাজী সুভাষচন্দ্র বসুর নামে।

 

জীবন স্মৃতি , আত্মজীবনী , ছিন্নপত্র দ্বারা

জানতে পারি গভীর ভাবে মোরা তোমায়,

সাধনা, ভারতী, বঙ্গদর্শন তোমার সম্পাদিত পত্রিকা

সেকালের দেশ বিদেশের জ্ঞান দিয়েছে আমায়। 

 

শান্তিনিকেতন তথা শ্রীনিকেতনে

অনবদ্য ভূমিকা তোমার,

শিক্ষার সাথে কুটিরশিল্পের প্রয়োজনীয়তার

জ্ঞানে  সমৃদ্ধ করলে তুমি মোদের।

 

জাতীয় সংগীত " জনগণমন-অধিনায়ক জয় হে "-

তোমার অপরূপ সৃষ্টি,

আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের সাথে সাথে

ছবি আঁকাতেও ছিল যে তোমার প্রখর দৃষ্টি ।

 

কবিগুরু তথা গুরুদেব তুমি

সদা রবে নীরবে মোদের হৃদয়ে,

৭ আগস্ট ১৯৪১ , মাত্র আশি বছর বয়সে

পাড়ি দিলে তুমি মহাবিশ্ব থেকে মহাকাশের অসীমে ।

 

******************

 


পূরবী দে

সহকারী শিক্ষয়িত্ৰী 

ভাল্লা প্রাথমিক বিদ্যালয় 

শিক্ষাখণ্ড : রাণী

 



অলংকৰণ :- মনবীনী দাস




Post a Comment

1 Comments

  1. খুবই সুন্দর ছিল। আমার পছন্দ হয়েছে। all the best

    ReplyDelete