বৃক্ষ
বলে,
কেটো
না আমায়,
প্রাণ
দিয়ে আঁকড়ে ধরে রেখেছি তোমায়,
অক্সিজেন,
ফল, ফুল, খাদ্য, বস্ত্র, অন্ন ও ছায়ায়,
পরিপূর্ণতা
বজায় রেখেছি এই ধরায়,
কেটো না গো তোমরা আমায় ।
নদী
বলে,
দূষিত
কোরো না আমায়,
জল
দিয়ে বাঁচিয়ে রেখেছি তোমায়,
সর্ব
জীবের প্রাণ রক্ষার দায়িত্ব আমার মাথায়,
নোংরা
আবর্জনা ফেলে দূষিত কোরো না গো,
তোমরা আমায় ।
বায়ু
বলে,
প্রদূষিত
কোরো না আমায়,
তোমাদের
শ্বাস-প্রশ্বাস যে আমার দায় ,
অন্ধকারাচ্ছন্ন
হয়ে যাই যানবাহনের কালো ধোঁয়ায়,
তোমার
ফুসফুসকেও তো ছারখার করে যায়।
কোরো না গো প্রদূষিত তোমরা আমায় ।
মাটি
কেঁদে বলে,
আর
বোঝা দিও না আমায় ,
ইট,
কংক্রিটের উঁচু উঁচু অট্টালিকার ভার দুর্বল করেছে আমায়,
অপদ্রব্য
তথা প্লাস্টিকে উর্বরতা শক্তি আমার কমায়,
দিও না গো আর বোঝা তোমরা আমায় ।
সকলে
মিলে প্রতিশোধের সুরে জানায়,
প্রকৃতি
মায়ের সন্তান মোরা,
সবুজ
বস্ত্রে মাকে মোদের সুন্দর দেখায়,
অনতিবিলম্বে
যদি না মানব শুধরায়,
মোদের অবিহনে দেখি তোমাদের প্রাণ কে বাঁচায় ।
***************************************
পূরবী দে
সহকারী শিক্ষয়িত্রী
ভাল্লা
প্রাথমিক বিদ্যালয় ।
শিক্ষা খণ্ড : রাণী ।
অলংকৰণ- তন্দ্ৰা দে
0 Comments