header ads

বাংলা কবিতা

 অকাল বোধন



হৃদয়ের বীণা বাজে আলোর বেণুতে ,
ত্রিভুবন সজ্জিতা আজ মায়ের আগমনের খুশিতে ।

ঘন্টা , ঢাক , শঙ্খ ধ্বনিতে নিমজ্জিতা ধরণী ,
খুশির বার্তা নিয়ে এসেছেন মা ভবানী ।

মর্তধামের কষ্ট লাঘবে এসেছেন অসুর বিনাশিনী ,
ঘোররূপা , কাত্যায়নী মা যে মোদের দেবী নারায়ণী ।

প্রাত্যহিক জীবনে বন্দী মানব মেতেছে মায়ের আরাধনায় ,
সমাজ, সংসার তুচ্ছ আজ
আকাশ বাতাস মুখরিত অরুণ বীণায় ।


আশ্বিনের শারদ প্রাতে নব শোভায় ধরণীর প্রকাশ ,
আদ্যাশক্তি, মহামায়া করবে মানবের দুর্গতি নাশ ।

ভগবান শ্রীরামচন্দ্র শরতে করেছিলেন দেবীর অকাল বোধন,
যুদ্ধক্ষেত্রে তাই তো পরাজিত হয়েছিলেন পরাক্রমী দশানন ।

_______________________________



পূরবী দে ।
সহকারী শিক্ষয়িত্রী ।
ভাল্লা প্রাথমিক বিদ্যালয় ।
শিক্ষা খণ্ড : রাণী ।


Post a Comment

0 Comments