header ads

বিদ্যালয় | Bengali Poem by Pinki Saha

 বিদ্যালয়

খোকা যেদিন প্রথম যায় বিদ্যালয়ে,

মাস্টারমশাই ডেকে বলেন -

ওরে খোকা, তুমি এসেছো যে

বিদ্যার আলয়ে।


চুপটি করে খোকা বসে 

ভাবছে আনমনে,

ও, এখানে বুঝি সকল বিদ্যা রয়,

তবে মিলব কবে তার সনে?


বিদ্যা কে? তখনও ছিল না তার জানা,

দেখছে শুধু শিক্ষকের আনাগোনা। 

ধীরে ধীরে সে শিখছে বেশ, 

যা ছিল তার অজানা। 


খোকা বড়ো হলো যখনে,

পরিপূর্ণ তখন বুদ্ধি-জ্ঞানে,

খুঁজে পেল সে বিদ্যা আর,

বিদ্যালয়ের আসল মানে।।


লেখকের ঠিকানা:

পিংকি সাহা ।

সহকারী শিক্ষয়িত্ৰী, 

আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয় । 

কররা শিক্ষাখন্ড ।

Post a Comment

2 Comments