header ads

সাঁথৰ | সংগ্ৰহ: রিয়া দাস

 ধাঁধা


১) ওল্টালে ধাতু হয়, 

    সোজা হলে জন্মদাত্ৰী,

    কী সেই শব্দ?

    বলো দেখি তুমি।

উঃ - মাতা l


২)নদী আছে, জল নেই।

    জঙ্গল আছে, গাছ নেই।

    শহর আছে, বাড়ি নেই।

    রাস্তা আছে, গাড়ি নেই।

  উঃ- মানচিত্র l


৩) তিন অক্ষরের প্রাণী বনেতে বাস,

     শেষ অক্ষর বাদ দিলে হয় সর্বনাশ,

     মাঝের অক্ষর বাদ দিলে দিনগুলি হয়,

      প্রথম অক্ষর বাদ দিলে মানুষ সে হয়।

    উঃ- বানর l


সংগ্ৰহ:

রিয়া দাস।

পঞ্চম শ্রেণি,

আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয়।

Post a Comment

0 Comments