header ads

আজকের দশভুজা l Bengali Poem by Purabi Dey

 আজকের দশভুজা

তোমায় বরণ করতে ব্যস্ত আজ সকলে ,

মহালয়ার প্রাতে , পিতৃপুরুষের তর্পণে , 

মেতে উঠেছে জগৎ , 

আনন্দময়ীর আগমনে ।


তুমি থাকো কৈলাসের স্নিগ্ধ স্বর্গে ,

তুমিই আবার পাড়ার মণ্ডপে আর প্যান্ডেলে ।

তুমি থাকো প্রতি ঘরের হেঁশেলে ,

তুমিই আবার অফিস ও দপ্তরে ।


সন্তানকে নিজের কোলে আশ্রয় দাও তুমি , 

তুমিই আবার পারদর্শী ঘরে ও বাইরে ,

পরিবারের প্রত্যেকের মুখে হাসি ফোটাও  তুমি ,

সন্ধ্যায় ক্লান্ত শরীরে সাহসী বুকে অফিস ফেরত নারী  যে তুমি।


দুর্গতিনাশিনী মা গো তুমি

লক্ষ কোটি সন্তানের জন্মদায়িনী , 

তোমার নখদর্পণে সংসারের প্রতিটি খুঁটিনাটি ,

তুমি আছো, তাইতো এই  সংসার ,

তোমার অবিহনে জগৎ যে অন্ধকার ।


সংসার রথের সারথি তুমি ,

সজ্জিতা তুমি বিভিন্ন অস্ত্রে । 

তোমার ভয়ে অসুর কাঁপে ,

তুমি খ্যাত মহিষাসুরমর্দিনী রূপে ।।


সর্বগুণসম্পন্না রূপে ,

প্রতি ঘরে বিরাজিতা ।

তোমার তেজরশ্মিতে ত্রিভুবন উজ্জ্বল ,

তুমিই যে আজকের দশভুজা ।।

পূরবী দে ।

সহকারি শিক্ষয়িত্রী,

ভাল্লা প্রাথমিক বিদ্যালয় ।

শিক্ষাখন্ড - রানী ।

Post a Comment

0 Comments