তোমার সৃষ্টি
তোমার সৃষ্টি যে অসীম,
কবিতার ছন্দে ,
গল্পের আনন্দে ,
সংগীতের তালে ,
নাটকের উচ্ছল তরঙ্গে ।
তোমার সৃষ্টি যে অমর ,
উপন্যাসের পাতায় ,
গীতবিতানের প্রতিটি পর্যায়ে ,
গল্পগুচ্ছের পৃষ্ঠায় ,
কবিতার সঞ্চয়িতায় ।
তোমার সৃষ্টি যে অক্ষয় ,
জীবনস্মৃতি ও ছিন্নপত্রে ,
সাধনা ,ভারতী তথা বঙ্গদর্শনে ,
গীতাঞ্জলির বুকে ,
তাশের দেশের স্বদেশ প্রেমে ।
তোমার সৃষ্টি যে অবিনশ্বর ,
সাহিত্যের সম্ভারে ,
বিশ্ব দরবারে ,
গীতাঞ্জলির নোবেল পুরস্কারে ,
শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের কোণে ,
জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে ,
নাইট উপাধির ত্যাগে ।
তোমার সৃষ্টি যে অবস্মরণীয় ,
জনগণমন-অধিনায়ক জাতীয় সংগীতে ,
সুখ-দুঃখের ঢেউ খেলানো জীবন সংগ্রামে ,
একলা চলার উৎসাহে ,
বিশ্বকবি তথা কবিগুরু নামে ।
পূরবী দে
সহকারী শিক্ষয়িত্রী
ভাল্লা প্রাথমিক বিদ্যালয়
শিক্ষা খন্ড - রানী
0 Comments