header ads

বাংলা কবিতা, মহামায়ার আগমন, পূরবী দে, ৪ৰ্থ বছৰ ১ম সংখ্যা,

 মহামায়ার আগমন

           


ঐ আসে,  ঐ আসে 
দেবী কাত্যায়নী, 
কালরাত্রি, তপস্বিনী
ঘন গৌরবে নারায়ণী ।

মুক্তকেশী, ত্রিনয়নী 
জাগ্রত আজ সন্তানের রোদনে ,
দানবদলনী, ত্রিশূলধারিণী
ব্যস্ত অসুর দমনে ।

চণ্ডমুণ্ড বিনাশিনী , সিংহবাহিনী
দশ অস্ত্রে শোভিতা,
শঙ্খ , চক্র, গদা , পদ্ম , তীরধনুক ও খড়্গ, 
ত্রিশূল, ঘন্টা, নাগপাশ ও বজ্র। 

মহামায়ার আগমনে 
ধরণী হোক বিকশিত, 
অসুর বিনাশে, দেবীর আশীর্বাদে
প্রতিটি মানবহৃদয় হোক উল্লাসিত ।



 পূরবী দে
 সহকারী শিক্ষয়িত্রী
ভাল্লা প্রাথমিক বিদ্যালয় ।
শিক্ষাখন্ড- রানী

Post a Comment

0 Comments