header ads

বিদ্যাৰ্থীৰ শিতান, দুর্গাপূজা, ঈশান রায়, ৪ৰ্থ বছৰ ১ম সংখ্যা,

 দুর্গাপূজা


          

          গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ ও বর্ষার ঝড়-জলকে কাটিয়ে যে ঝকঝকে মন ভালো করার ঋতুটির আগমন হয় তা হল শরৎ । শরৎ মানেই আকাশে খানিকটা পেঁজাতুলোর মতো মেঘ, কাশফুল, হালকা শীতের সকাল এবং সর্বোপরি যে প্রধান আকর্ষণ তা হল দুর্গাপূজা। সমস্ত পৃথিবী যেন উমারানীর আগমনী বার্তায় মেতে ওঠে। দেবীপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচদিন ব্যাপী এই উৎসবে সকলে নিজেদের জীবনের দুঃখ-কষ্টকে দূরে সরিয়ে আনন্দে মেতে ওঠে। মা দুর্গা হলেন অসুরদলনী। পুরাণ মতে শ্রী রামচন্দ্র রাবণকে পরাজিত করতে এই শরৎকালেই দেবীর আরাধনা করেছিলেন। তাই আমরা প্রতি বছর শরৎ কালে মায়ের আরাধনা করি এবং প্রার্থনা করি মা দুর্গা যেন আমাদের সকলকে অশুভ শক্তি থেকে রক্ষা করেন। 
দুর্গাপূজা শুধুমাত্র যে এক ধর্মীয় উৎসব তা কিন্তু নয়। এ এক মিলনের উৎসব, আনন্দের উৎসব এবং মানুষের মধ্যে শুভচেতনা জাগিয়ে তোলার উৎসব।

                                                                      

ঈশান রায়
পঞ্চম শ্রেণি
আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয়


Post a Comment

0 Comments