header ads

বাংলা কবিতা,কন্যাশিশু, পিংকি সাহা, ৪ৰ্থ বছৰ ২য় সংখ্যা

 কন্যাশিশু





বহু পুরোনো দিনের প্রথা,
কন্যা জন্মানো ছিল বড়ই দুঃখের কথা।
পাড়া-পড়শি, আপনজন সবাই বলতো-
ও! মেয়ে হয়েছে, হুম, ছেলে হওয়া কী মুখের কথা?

নানান জনের নানান কথা-
বুঝলো না কেউ মায়ের ব‍্যাথা।
মা বলতো কেঁদে - ওরে, তুই যে আমার সোনা
যেথা থাকব আমি , তুইও থাকবি সেথা।

দাদু-ঠাম্মা বলতো কেবল-
"কাজকম্ম শেখাও মেয়েকে, 
বয়স তো কম হলো নে -
এবার বে দিতে হবে একে।"

এই মে ছিল মেয়ের জীবন,
দেখেনি কভু বাইরের জগৎটিকে,
ঘর-সংসারই জানতো কেবল, ছিল না জানা- লেখাপড়া, স্বাধীনতা বলে কাকে। 


কয়েক দশক পেরোলো যখন,
মনের আঁধার ঘুচলো তখন।
কন্যাও পেল সমাজে পুত্রের সমান অধিকার,
কাঁদতে হয়না ওই মাকে এখন, যে জন্ম দিয়েছে কন্যার। 

                                                            

পিংকি সাহা
সহকারী শিক্ষয়িত্ৰী
আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয় 
শিক্ষাখণ্ড - কররা

Post a Comment

0 Comments