আমি তোমারি মাটির কন্যা
আমি তোমারি মাটির কন্যা,
ভবিষ্যতের নারী,
পূজার দেবী,
বসুমতী , ধরিত্রী
বিষ্ণুর লক্ষ্মী,
নইকো বংশের প্রদীপ আমি।
আমি তোমারি মাটির কন্যা,
স্নেহময়ী মাতৃ,
সর্বকর্মে পারদর্শিনী,
যুদ্ধ বিজয়িনী,
বসুধা নন্দিনী,
নইকো বংশের প্রদীপ আমি ।
আমি তোমারি মাটির কন্যা,
প্রজাপতি দক্ষের দুহিতা,
ধান্যধন্যা আত্মজা,
মহাবিশ্বের সৃষ্টিকর্ত্রী,
স্ব-মহিমায় গরবিনী,
নইকো বংশের প্রদীপ আমি ।
আমি তোমারি মাটির কন্যা,
পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতিতা,
বঞ্চিতা , অবহেলিতা,
তথাপিও স্নেহ-প্রেম দাত্রী
নইকো বংশের প্রদীপ আমি
নইকো বংশের প্রদীপ আমি
নইকো বংশের প্রদীপ আমি ।
পূরবী দে
সহকারী শিক্ষয়িত্ৰী
ভাল্লা প্রাথমিক বিদ্যালয়
শিক্ষাখণ্ড - রানী
0 Comments