header ads

বাংলা কবিতা l সরস্বতী পুজো - পিংকি সাহা ৫ম বছৰ- ২য় সংখ্যা

 সরস্বতী পুজো 



মা সরস্বতীর পুজো হয় -
কুয়াশা ঘেরা শীতের প্রভাতে,
চিরকালই যেমন হয়ে চলেছে - 
শুক্লা পঞ্চমী তিথিতে। 

কচি-কাঁচারা আগে করতো স্নান - 
গায়ে হলুদ মেখে ভোরে, 
ভুল-শুদ্ধ জ্ঞান ছিলনা - 
তবু মন্ত্র বলতো সবাই এক সুরে। 

সকাল বেলায় নতুন জামা - 
আর বিকেলে মায়ের শাড়ি, 
পায়ে হেঁটে বেড়াতো চারিদিক - 
চড়তে হতোনা গাড়ি। 

ঘোরার শেষে ছবি তোলা - 
স্টুডিওতে গিয়ে, 
থাকতে হতো ধৈর্য ধরে - 
কারণ ছবি আসত দিন চারেক পরে। 

আজও তো হয় সরস্বতী পুজো - 
কিন্তু আগের মতো নয়, 
আনন্দ উল্লাস আছে তবু - 
হ্রাস পেয়েছে মনে হয়। 

এখন দেখতে পাবে মোবাইল ফোন - 
ছেলে মেয়েদের হাতে-হাতে, 
স্টুডিওর আর পাত্তা কই - 
সবাই ব্যস্ত সেলফি তোলাতে। 

পরিবর্তন কেবল হয়নি আমাদের - 
মায়েরও হয়েছে বটে, 
কিছু প্যান্ডেলে যায় দেখা - 
মাকেও মডার্ন রূপেতে। 

যেভাবে হোকনা পুজো - 
দিনটি কাটে উচ্ছ্বাসে, 
তবে বিদ্যা দিও, বুদ্ধি দিও - 
প্রার্থনা করে পুজোর শেষে। 



পিংকি সাহা
সহঃ শিক্ষয়িত্রী 
আমিনগাঁও বেঙ্গলী প্রাথমিক বিদ্যালয় 
শিক্ষাখণ্ড - কররা

Post a Comment

0 Comments