header ads

বাংলা কবিতা l ইচ্ছে- দীপ্তি গোস্বামী , ৫ম বছৰ- ২য় সংখ্যা

 ইচ্ছে




ইচ্ছেগুলো শুধুই মনের কল্পনা 
যেন মনের ক্যানভাসে আঁকা আল্পনা 

যদি হতাম আমি পাখি 
উড়ে যেতাম সুদূর পারে, 
ইচ্ছা হলেই ফিরে আসতাম 
নিজের নীড়ে।। 

যদি হতাম বৃক্ষ আমি 
সর্বজনে দিতাম শীতলছায়া, 
যদি হতাম সুনীল বাতাস 
ছড়িয়ে দিতাম সুবাস।। 

যদি হতাম আমি জলপ্ৰপাত 
বয়ে যেতাম নিজের মনে, 
পাহাড় পর্বত যেখানে সেখানে।। 

যদি হতাম আমি পুষ্প 
পূজার কাজে হতাম উৎসর্গ।। 

দীপ্তি গোস্বামী 
সহঃ শিক্ষয়িত্রী 
৬২ নং আমিনগাঁও প্রাথমিক বিদ্যালয় 
শিক্ষাখণ্ড - কররা

Post a Comment

0 Comments