যুদ্ধ
'যুদ্ধ' মানে যেন সে এক
ছোট্টবেলার ঠাকুমার কাছে শোনা গল্প।।
রাজা যাচ্ছেন যুদ্ধ করতে,
সৈন্য-সামন্ত, ঢাল-তরোয়াল আর
ঘোড়া নিয়ে অন্য আর এক দেশে।।
তারপরে, দেখলাম টেলিভিশনের পর্দায়
সেই রামায়ণ ও মহাভারতের 'যুদ্ধ' ।।
সেই 'যুদ্ধ' দেখে কখনও আবার খুশি হতাম,
কিন্তু বুঝতাম না যুদ্ধের সেই ভীষণ অর্থ।।
কিন্তু যখন ধীরে ধীরে হলেম প্রাপ্তবয়স্ক,
যুদ্ধের অর্থ হল আরও সুস্পষ্ট।।
তখন বুঝলাম 'যুদ্ধ' কেবল
রাজা-রানির গল্প যে নয় ,
'যুদ্ধ' মানেই হিংসা - দ্বেষ আর
মানুষের প্রাণহানি।।
'যুদ্ধ' মানেই কত সৈনিক
দেশমাতৃকার জন্য করে দেয় জীবন উৎসর্গ।
তাঁদের 'শহিদ' নামটা দিল বটে,
কিন্তু কত মাতা-পিতা হল সন্তানহারা।।
তাইতো বলি, বন্ধ করো এই হিংসা-দ্বেষ আর দ্বন্দ্ব,
যেন আর কখনও নাহয় যুদ্ধ।।
দেশটাকে দাও শান্তি আর ভালোবাসা দিয়ে ভরিয়ে,
একতাই হোক মূলমন্ত্ৰ সবার জন্যে।। এসো, সবাই মিলে একসাথে বলি -
ভারতমাতার জয়, জয় হিন্দ।।
দীপ্তি গোস্বামী
সহঃ শিক্ষয়িত্রী
৬২ নং আমিনগাঁও প্রাথমিক বিদ্যালয়
শিক্ষাখণ্ড - কররা
0 Comments