header ads

গণতন্ত্র এবং নাগরিক হিসাবে আমাদের দায়বদ্ধতা | A Bangla Article by Dr Santabrat Das

গণতন্ত্র এবং নাগরিক হিসাবে আমাদের দায়বদ্ধতা
 

        গণতান্ত্রিক পরিকাঠামােতে শাসনব্যবস্থার মূল কারিগর হলো দেশের জনগণ। প্রকৃত অর্থে জনগণ প্রত্যক্ষ এবং পরােক্ষ ভাবে নিজেদের ভােটাধিকার প্রয়ােগ করে দেশের শাসকবর্গ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে। ফলত, নির্বাচিত সরকার জনকল্যাণমূলক কাজে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। সরকারের যেকোনাে জনস্বার্থ বিরােধী পদক্ষেপের জন্য দেশের জনগণ সরাসরি সরকারের বিরােধিতা করার সুযােগ পায়। মেয়াদ শেষে সরকার পরিবর্তনের সুযােগ থাকার কারণে একনায়কতান্ত্ৰিক গােষ্ঠী শাসন, স্বৈরশাসন বা শ্রেণিশাসনের সুযােগ থাকে না। আধুনিক কালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয়।

        রাষ্ট্র এবং নাগরিক পরস্পরের উপর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক। রাষ্ট্র প্রাথমিক ভাবে নাগরিকদের বিবিধ অধিকার ও সুবিধা দেয়। একই ভাবে একজন নাগরিক হিসাবে দেশের প্রতি আমদের অনেক  দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। আমাদের প্রাথমিক কর্তব্য হল দেশের প্রতি আনুগত্য প্রকাশ করা এবং দেশের সংবিধান মেনে চলা। পরবর্তী অবশ্য কর্তব্য হল সৎ এবং যােগ্য জনপ্রতিনিধি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করা। আমাদের সবাইকে দেশের আইন মেনে চলতে হবে এবং অপরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। অপর গুরুত্বপূর্ণ বিষয় হল সকলের জন্য স্বাস্থ্য, সুশিক্ষা এবং বাসস্থান নিশ্চিত করা। দেশের প্রতিটি শিশুকে শিক্ষার আলােকে উদ্দীপ্ত করতে হবে। দেশের দুর্দিনে যেমন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ইত্যাদি সময়ে আমাদের সকলের এগিয়ে আসতে হবে এবং সেবামূলক কাজে অংশগ্রহণ করতে হবে। সর্বোপরি আমাদের সবাই কে নিয়মিত সরকারকে কর প্রদান করতে হবে। এই কর থেকে সংগৃহীত অর্থ দেশের উন্নয়নমূলক কাজে ব্যয় হবে। এইভাবে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত উদ্যোগ সমষ্টিগত ভাবে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে।

************************************



ড° শান্তব্রত দাশ

সহযোগী অধ্যাপক 

পদাৰ্থবিজ্ঞান বিভাগ 

আই. আই. টি, গুয়াহাটি 



অলংকৰণ :-  সুরভি দাস 

Post a Comment

0 Comments